সকাল ১১:০৬,   মঙ্গলবার,   ১৭ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ,   ৩রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,   ২০শে জিলহজ, ১৪৪৬ হিজরি

জগন্নাথপুরে মেয়র পদে আ.লীগের প্রার্থী মিজানুর রশীদ

স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর সভার মেয়র পদে উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন মিজানুর রশীদ ভূঁইয়া। সোমবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে মনোনয়ন সংক্রান্ত এক সভায় তাকে মেয়র পদে তার নাম চুড়ান্ত করা হয়।
জগন্নাথপুর পৌরসভার মেয়র পদ ছাড়াও জেলার বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ নির্বাচনে নূরুল আলম তপনকে দলীয় মনোনয়ন দেয়া হয়।
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন বলেন, গণভবনে আজকের মনোনয়ন বোর্ডের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নাম চুড়ান্ত করেন।
মিজানুর রশিদ ভূঁইয়া জগন্নাথপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান। তার পিতা হারুনুর রশিদ হিরন মিয়া জগন্নাথপুর পৌরসভার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন।