সকাল ১০:০১,   রবিবার,   ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,   ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ,   ২৮শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

জগন্নাথপুর-সিলেট সড়কে বাস চলাচল শুরু

জগন্নাথপুর প্রতিনিধি :
সুনামগঞ্জের জগন্নাথপুর-বিশ্বনাথ (জগন্নাথপুর-সিলেট) সড়কের জগন্নাথপুর উপেজলার আটঘর এলাকায় ভেঙে যাওয়া বিকল্প সংযোগ সড়কের মেরামতের কাজ সম্পন্ন হয়েছে যার ফলে বৃহস্পতিবার ( ৯ জুলাই) থেকে ওই সড়কে সরাসরি যান চলাচল শুরু হয়েছে।
জগন্নাথপুরের পরিবহন শ্রমিক নেতা নিজামুল করিম জানান, সিলেট বিভাগীয় শহরের সঙ্গে জগন্নাথপুর উপজেলাবাসীর যোগাযোগের প্রধান সড়ক জগন্নাথপুর-সিলেট সড়কের একটি বিকল্প সংযোগ সড়ক ঙেড়ে যাওয়ায় গত ১০ দিন ধরে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে ছিল। তবে ক্ষতিগ্রস্থ স্থানে সংস্কার কাজ শেষ হওয়ায় বৃহস্পতিবার সকাল থেকে বাস চলাচল শুরু হয়েছে।
জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) গোলাম সারোয়ার জানান, সড়কের ক্ষতিগ্রস্থ স্থানে মেরামতের কাজ শেষ হওয়াতে বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করছে।
প্রসঙ্গত, গত মঙ্গলবার (৩০ জুন) বিকেলের দিকে জগন্নাথপুর-বিশ্বনাথ সড়কের জগন্নাথপুর উপজেলার মীরপুরের আটঘর এলাকায় বিকল্প সংযোগ সড়কের একাংশ ধসে পড়ায় সরাসরি যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে জনদুর্ভোগ চরমে উঠে উপজেলাবাসীর।