রাত ১০:৪৫,   বুধবার,   ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,   ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

জগন্নাথপু‌রে মেয়র প‌দে উপ নির্বাচন : আওয়ামী লী‌গের মিজান বিজয়ী

স্টাফ রি‌পোর্টার :
সুনামগ‌ঞ্জের জগন্নাথপু‌রে মেয়র প‌দে উপ নির্বাচ‌নে আওয়ামী ম‌নো‌নিত প্রার্থী মিজানুর র‌শিদ ভূইয়া বিজয়ী হ‌য়ে‌ছেন।
শ‌নিবার সন্ধ্যা ৭টায় জগন্নাথপুর উপ‌জেলা প‌রিষ‌দের স‌ম্মেলন ক‌ক্ষে স্থা‌পিত ক‌ন্ট্রোল রু‌মে ‌নির্বাচ‌নের রিটা‌নিং কর্মকর্তা মুরাদ উ‌দ্দিন হাওলাদার মিজানুর রশিদ ভূইয়া‌কে বিজয়ী হি‌সে‌বে ‌ঘোষণা ক‌রেন।
‌নৌকা প্রতী‌কে মিজানুর র‌শিদ ভূইয়া পে‌য়ে‌ছেন ৬১৬৭ ভোট।
‌নিকটতম প্রতিদ্ব‌ন্ধি স্বতন্ত্র প্রার্থী আব‌ুল হুসাইন জগ প্রতী‌কে ৩৬৩৭ ভোট পে‌য়ে‌ছেন।
এছাড়া বিএন‌পির প্রার্থী রাজু আহ‌মেদ ধা‌নের শীষ প্রতীকে ভোট পে‌য়ে‌ছেন ১৩৩৪।