দুপুর ১:৪৫,   বৃহস্পতিবার,   ২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,   ১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ২৭শে রমজান, ১৪৪৬ হিজরি

জাতীয় শোক দিবসে জগন্নাথপুরে প্রশাসনের শ্রদ্ধা নিবেদন, জুম মিটিং

জগন্নাথপুর প্রতিনিধি :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত জাতির জনকের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসনের পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে জুম মিটিং অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান’র সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মধু সুধন ধর।
অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, মৎস্য কর্মকর্তা আক্তারুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, বিদ্যুৎ প্রকৌশলী আবুল আজাদ, জগন্নাথপুর ডিগ্রি কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহিদুল ইসলাম,জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায় প্রমুখ।