জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন সুনামগঞ্জের তিন জন
স্টাফ রিপোর্টার :
জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্যদের নাম ঘোষণা করেছেন পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। পার্টির নবম জাতীয় কাউন্সিলের সিদ্ধান্ত এবং গঠনতন্ত্রের ধারা ১২ এর ৩ উপধারা মোতাবেক তিনি এ কমিটি গঠন করেন।
জিএম কাদের বুধবার কেন্দ্রীয় কমিটিতে আরও ২ জন উপদেষ্টা, ১ জন ভাইস চেয়ারম্যান, ১ জন যুগ্ম মহাসচিব, ৩১ জন সাংগঠনিক সম্পাদক, ২৩ জন বিভাগীয় সম্পাদক, ৩১ জন যুগ্ম সাংগঠনিক সম্পাদক, ২২ জন বিভাগীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক, ৯০ জন নির্বাহী সদস্য ও কেন্দ্রীয় সদস্যের নাম ঘোষণা করেন।ঘোষিত কমিটিতে সুনামগঞ্জের তিন স্থান পেয়েছেন।
কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে স্থান পেয়েছেন অ্যাডভোকেট ফয়েজুর রহমান চৌধুরী শাহিন (সুনামগঞ্জ)।
কেন্দ্রীয় সদস হিসেবে স্থান পেয়েছেন, আবু নসর ওহিদ কনা মিয়া (সুনামগঞ্জ), জাহাঙ্গীর আলম (সুনামগঞ্জ)।
এর আগে সুনামগঞ্জের এমপি অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হন।