রাত ৯:২৭,   শনিবার,   ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ১১ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জামালগঞ্জে কাপড় ধোয়াকে কেন্দ্র করে হামলা, প্রতিবেশী নিহত

জামালগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় সড়কের পানিতে কাপড় ধোয়াকে কেন্দ্র করে প্রতিবেশীর হামলায় রিয়াস উদ্দিন (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (২৫ জুলাই) বিকেলে উপজেলার ফেঁনারবাক ইউনিয়নের গজারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিয়াস উদ্দিন একই গ্রামের মৃত চানফর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বাড়ির পাশের সড়কে কাপড় ধোয়ার কাজ করতে যায় রিয়াস উদ্দিন। এ সময় তাকে কাপড় ধোয়ায় বাধা দিয়ে গালিগালাজ করেন প্রতিবেশী আলী আজগর। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে রিয়াস উদ্দিনের উপর অতর্কিত হামলা চালায় আজগর।
এ সময় গুরুতর আহত হন রিয়াস উদ্দিন। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় রিয়াস উদ্দিনকে জামালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য নিয়ে আসলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেলে নিতে বললে ওইদিন সন্ধ্যায় হাসপাতালে নেয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে সে যাওয়ার পথেই মারা যায়।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে রাখা হয়েছে। এ ব্যাপারে নিহতের স্বজন বা কেউ অভিযোগ দেননি। অভিযোগ বা মামলা দায়ের হলে আমরা ব্যবস্থা নিব।