জামালগঞ্জে কৃষকলীগের খাদ্যসামগ্রী বিতরণ
জামালগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমদ এর নেতৃত্বে বন্যার্ত শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এসময় তাজউদ্দিন আহমদ বলেন, হাওরকন্যা শামীমা শাহরিয়ার এমপির নির্দেশে ভীমখালী ইউনিয়ন কৃষকলীগের কর্মীরা ভানবাসী দরিদ্র মানুষের পাশে সার্বক্ষণিক আছে। আমরা অসহায় বন্যার্ত ক্ষতিগ্রস্থ দরিদ্র পরিবারের খোজঁ খবর নিয়ে যথাসাধ্য খাদ্যসামগ্রী নিজ তহবিল থেকে বিতরণ করছি।
বুধবার সকালে উপজেলার কলকতখাঁ বাজার ও গ্রামে শতাধিক পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক সোহেল মাস্টার, ইউনিয়ন কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক সেবুল মিয়া, সদস্য খালেদ আহমদ, ০৭ নং ওয়ার্ডং কৃষকলীগে সভাপতি সতিন্দ্র দাস, সাধারণ সম্পাদক – আশিক মিয়া, সদস্য জাহাঙ্গীর মিয়া, দেবেন্দ্র দাস, ইয়াকুব আলী পির, আব্দুল সুরত, সামছুন নুর, মিজানুর রহমান, রাজন দাস, বশির আহমদ, জহিরুল হক, সহিদ মিয়া, তোফাজ্জুল , সালমান, আব্দুল করিম, গরি দাস, মাসুক মিয়া, হাবিবুর রহমান, জাহাঙ্গীর আলম, নয়ন রায়, চন্দন রায় প্রমুখ।