বিকাল ৪:৫১,   বুধবার,   ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,   ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ২৬শে রমজান, ১৪৪৬ হিজরি

জামালগঞ্জে তিন গ্রামের বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করলেন এমপি রতন

স্টাফ রিপোর্টার :
জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নের শুকদেবপুর, রাংগামাটিয়া ও রাধানগর গ্রামের বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
রোববার দুপুরে মাওলানা আব্দুল আওয়ালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য আব্দুল মোকিত চৌধুরী, জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম নবী হোসেন, সুনামগঞ্জ জেলার সাবেক ছাত্রলীগে সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু।
প্রধান অতিথি সাংসদ রতন তাঁর বক্তব্যে বলেন, ‘আমরা চলেছি এগিয়ে যাওয়ার গতিতে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার উন্নয়ন অগ্রগতির দ্রুত ধারায় এগিয়ে চলেছে। হাওরাঞ্চলের মানুষও যাতে বিদ্যুৎ পায় সে জন্য প্রধানমন্ত্রী যথেষ্ট আন্তরিক। যাঁর আন্তরিকতায় আপনারা আজ বিদ্যুৎ পেয়েছেন। ধীরে ধীরে আরও অনেক কিছু পাবেন। এ জন্য একটু ধৈর্য্য ধরতে হবে। আজ আপনাদের বিদ্যুতের আলোয় আলোকিত হওয়ার দিন। আজ বিদ্যুৎ পেয়েছেন আগামীতে আপনাদের সকল আকাক্সক্ষা পূরণ করা হবে। হাওর এলাকার মানুষের জীবনমান উন্নয়নে অনেক প্রকল্প গ্রহণ করা হচ্ছে। আপনারা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। তিনি ভালো থাকলে আপনারা ভালো থাকবেন।’