জামালগঞ্জে দলিল লেখক কাজী সাহাব উদ্দিন’র মৃত্যুতে শোক
জামালগঞ্জ প্রতিনিধি :
জামালগঞ্জের সাবরেজিস্টার অফিসের দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক কাজী সাহাব উদ্দিন (৬৫) আর নেই।
গতকাল বুধবার সকালে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি জামালগঞ্জ সদর ইউনিয়নের সংবাদপুর গ্রামে সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহন করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ৩ মেয়ে ও স্ত্রী সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহি রেখে যান।
তাঁর মৃত্যুতে জামালগঞ্জ সাবরেজিস্টার আব্দুছ ছালাম ও দলিল লেখক সমিতির সভাপতি আবু হানিফসহ নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
মরহুম কাজী সাহাব উদ্দিনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে বিবৃতি দাতারা বলেন, তাকে হারিয়ে দলিল লেখক সমিতির ও সুধী সমাজের অপূরনীয় ক্ষতি হয়েছে। তিনি একজন সৎ নিষ্ঠাবান ও আদর্শ সংগঠক এবং ধার্মিক মানুষ ছিলেন।মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি জামালগঞ্জ দলিল লেখক সমিতির সাধারন সম্পাদকের দ্বায়িত্ব পালন করেছেন।