জামালগঞ্জে নুরুল হুদা মুকুটের পক্ষে ঈদের উপহার সামগ্রী বিতরণ
স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জের জামালগঞ্জে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ.লীগের সিনিয়র সহ সভাপতি নুরুল হুদা মুকুটের পক্ষ থেকে করোনা মহামারিতে অসহায় হয়ে পড়া লোকজনের মধ্যে ঈদের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার উপজেলার রহিমাপুরে ৫০টি পরিবারের মধ্যে এই উপহার সামগ্রী তুলে দেয়া হয়।
নুরুল হুদা মুকুটের পক্ষে ঈদের উপহার সামগ্রী তুলে দেন, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জগৎ জ্যোতি রায় জয়।
এসময় ঈদের উপহার সামগ্রী পেয়ে অসহায় মানুষজন নুরুল হুদা মুকুটটের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।