রাত ৮:৪২,   বৃহস্পতিবার,   ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ৩০শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জামালগঞ্জে বন্যার্তদের মাঝে এমপি শামীমা’র ত্রাণ সামগ্রী ও ঔষধ বিতরণ

স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জ সিলেট সংরক্ষিত আসনের সংসদসদস্য অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার জামালগঞ্জের বন্যা কবলিত বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ত্রাণ সামগ্রী ও প্রাথমিক চিকিৎসার ঔষধ বিতরণ করেন।
শুক্রবার দুপুরে জামালগঞ্জ সদর ইউনিয়নের দক্ষিন কামলাবাজ, উত্তর ইউনিয়নের উত্তর কামলাবাজ, লম্বাবাক,বেহেলী ইউনিয়নের উলুকান্দি ,যতিন্দ্রপুর ,হরিনাকান্দি, মাহমুদপুর, হিজলা, দুর্গাপুর, নোয়াপাড়া, মদনাকান্দি, আছানপুর, হরিপুর,ফেনারবাঁক ইউনিয়নের মাতারগাঁও, খুজারগাঁও,উজান দৌলতপুর, ভাটি দৌলতপুর, বিনাজুড়া,কামারগাঁও, গঙ্গাধরপুর,তেঘরিয়া,ছয়হারা, রাজাবাজ, লক্ষীপুর গ্রামের বিভিন্ন আশ্রয় কেন্দ্র সহ বন্যাকবলিত প্রায় ১১২০ পরিবারের মধ্য প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী সহ প্রাথমিক চিকিৎসার ঔষধ বিতরন করেন সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার।
এসয় উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীনা রানী তালুকদার, ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোবারক আলী তালুকদার, জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা হাফিজা আক্তার দিপু, জামালগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম সরকার,ফেনারবাঁক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খায়রুল হুদা খোকন, সাধারণ সম্পাদক অজিত সরকার,উপজেলা কৃষক লীগের আহবায়ক শামছুল আলম,ফেনারবাঁক ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সুব্রত পুরকায়স্থ, বেহেলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন, জামালগঞ্জ উত্তর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, ফেনারবাঁক ইউনিয়ন পরিষদের সচিব অজিত রায়,জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান তারেক, বেহেলী ইউপি সদস্য মনু মিয়া,ফেনারবাক ইউপি সদস্য রফিকুল ইসলাম রানা, জামালগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক আহবায়ক হুমায়ুন কবির, জামালগঞ্জ সদর ইউনিয়ন যুব লীগের সভাপতি শিরিন মিয়া,জামালগঞ্জ উপজেলা ছাত্র লীগের যুগ্ম আহবায়ক মাহবুর রহমান মাহবুব ও ইয়াছিন আরাফাত প্রমুখ।