সকাল ৯:০৮,   রবিবার,   ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ১১ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জামালগঞ্জে মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জামালগঞ্জ প্রতিনিধি :
জামালগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল’র সভাপতিত্বে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মরহুম ইউসুফ আল আজাদের মৃত্যুতে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  জামালগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী, মহিলা ভাইস চেয়ারম্যান বীনা রানী তালুকদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শরীফ উদ্দিন, জামালগঞ্জ থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান, আওয়ামী লীগ নেতা মো. জহিরুল হক তালুকদার, আবুল কালাম সরকার সহ সরকারী বেসরকারী কর্মকর্তা ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। 
সভায় ২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে দিনব্যাপী অনুষ্ঠান বাস্তবায়নকরার জন্য বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়েছে।