সকাল ৮:৪৫,   বৃহস্পতিবার,   ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,   ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,   ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

জামালগঞ্জে মুক্তিযোদ্ধাদের মধ্যে মুজিব কোট বিতরণ

জামালগঞ্জ প্রতিনিধি :
মুজিববর্ষ উপলক্ষে জেলা প্রশাসন সুনামগঞ্জ’র উদ্যোগে জামালগঞ্জ উপজেলায় মুক্তিযোদ্ধাদের মাঝে মুজিব কোট বিতরণ করা হয়। মঙ্গলবার সকালে উপজেলা হল রুমে উপজেলার ৭৮জন মুক্তিযোদ্ধার মধ্যে এ মুজিব কোট বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত দেব’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ রাশেদ ইকবাল চৌধুরী।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) বীনা রানী তালুকদার, ভাইস চেয়ারম্যান গোলাম জিলানি আফিন্দী রাজু। মুক্তিযোদ্ধাদের পক্ষে বক্তব্য রাখেন সাবেক উপজেলা কমান্ডার মোঃ সফর আলী। উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা আলতাব আলী, অনিল পুরকায়স্থ, মোঃ আজিজুর রহমান, আব্দুল হক, সুরুজ মিয়া, মুনছুব আলী, নিতাই চন্দ্র বনিক, কালী কুমার দাস, পরেশ তালুকদার প্রমুখ।