জামালগঞ্জে সামাজিক দুরত্ব নিশ্চিতে সেনাবাহিনী’র টহল
স্টাফ রিপোর্টার :
করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করেতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সাথে নিয়ে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় টহল দিয়েছে সেনাবাহিনী।
শনিবার সকালে উপজেলার কার্যালয় থেকে শুরু করে উপজেলার সদর ইউনিয়নের জামালগঞ্জ বাজার, ফেনারবাক ও ভীমখালী ইউনিয়নের লালবাজার, কারেন্টের বাজার, তেরানগর, নওগাঁ বাজার ও ভীমখালী বাজারসহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সামাজিক দুরত্ব নিশ্চিতে কাজ করেন সেনা সদস্যরা। এ সময় তারা প্রয়োজন ছাড়া জনগণকে ঘর থেকে বের না হওয়ার অনুরোধ করেন ও সরকারি নির্দেশনা না মেনে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হওয়া পথচারীদের সতর্ক করেন এবং নির্দেশনার আওতার বাইরে থাকা খোলা দোকানগুলো বন্ধ করে দেন।
জামালগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল বলেন, সিলেট থেকে ১২থেকে১৪ জনের একটি সেনাবাহিনীর টিম জামালগঞ্জে আসেন। করনোভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা মোতাবেক সামাজিক দুরত্ব বজায় রাখার স্বার্থে সেনাবাহিনী এবং পুলিশ বিভাগের দায়িত্বরত সদস্যদেরকে সাথে নিয়ে উপজেলার বিভিন্ন বাজার ও এলাকায় টহল দিয়েছি এবং সাধারণ মানুষদের প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানিয়েছি।