রাত ৮:০৮,   শনিবার,   ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ১১ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জামালগঞ্জে হাওরে গিয়ে ধান কাটলেন সাংসদ শামীমা শাহরিয়ার

জামালগঞ্জ প্রতিনিধি :
নববর্ষের প্রথম দিনে জামালগঞ্জ উপজেলায় হাওরে কৃষকদেরকে ধান কাটায় উৎসাহিত করতে হাওরে নেমে নিজেই ধান কাটেন এবং সরকারি ভুর্তুকি মুল্যে ধান কাটার মেশিন উদ্বোধন করেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামীমা শাহরিয়ার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীনা রানি পাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াঙ্কা পাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী, ভাইস চেয়ারম্যান রাজু আফিন্দি, উপজেলা কৃষি অফিসার আজিজুল হক, উপজেলা শিক্ষা অফিসার মাহবুবুর রহমান, সহকারী কৃষি অফিসার সাইদুল ইসলাম ।এসময় শামীমা শাহরিয়ার সবাইকে স্বাস্থ্য বিধি মেনে দ্রুত ধান কাটার অনুরোধ জানান।এসময় স্থানীয় কৃষকদের ব্যাক্তিগত পক্ষ থেকে মাস্ক ও গ্লাবস বিতরণ করেন।
এ সময় সংরক্ষিত আসনের সাংসদ শামীমা শাহরিয়ার বলেন, যারা ধান কাটার শ্রমিক আনতে পারছেন না, তারা আশেপাশের নিজের লোকজনদের নিয়োজিত করে সমবায়ের ভিত্তিতে ধান কাটার সিদ্ধান্ত নিন। হাওরে ফসল তলিয়ে যাওয়ার চেয়ে যা পারেন তাই ঘরে তুলুন।পরিবারের সকল সামর্থবান সদস্যদের নিজস্ব ধান কাটায় উৎসাহিত করতে হবে। বাহিরের জেলার শ্রমিক যারা আনতে পারবেন তারা অবশ্যই স্থানীয় ইউএনও ও ইউএইচও দের জানাবেন এবং সম্ভব হলে মেডিকেল চেক আপ করিয়ে নিবেন। বাহিরের জেলার কৃষি শ্রমিকদের জন্যে কাছাকাছি প্রাথমিক বিদ্যালয় ব্যবহার করুন। আলাদা অস্থায়ী ঘর বা তাবু দেন।