সন্ধ্যা ৭:৩৭,   শনিবার,   ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ১১ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জামালগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ঝুনু মিয়া’র জানাজা সম্পন্ন

জামালগঞ্জ প্রতিনিধি :
জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ শামছুল আলম তালুকদার ঝুনু মিয়ার জানাজা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকেলে লক্ষীপুর ফুটবল খেলার মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। মরহুমের জানাজার নামাজ পড়ান শায়খুল হাদীস হযরত মাওলানা নূরল ইসলাম খান। উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি নাদের আহমদ, সাধারন সম্পাদক নুরুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নুমান, সাংগঠনিক সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান কামরুল ইসলাম, জামালগঞ্জ উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ইউসুফ আল আজাদ, উপজেলা বিএনপির সভাপতি সাচনা বাজার ইউনিয়নের চেয়ারম্যান নুরুল হক আফিন্দী,উপজেলা জাতীয়পার্টির সাধারণ সম্পাদক সাবেক ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মন্নান তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র সভাপতি ইকবাল হোসেন প্রমুখ।