জামালগঞ্জ উপজেলা পরিষদের শূন্য পদে নির্বাচন ২০ অক্টোবর
বিশেষ প্রতিনিধি :
জামালগঞ্জ উপজেলা পরিষদের সকল শূন্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২০ অক্টোবর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন কমিশনের উপ-সচিব মো. আতিয়ার রহমান কর্তৃক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ আল আজাদ মারা যাওয়ায় উপজেলা পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করা হয়।
আগামী ২০ অক্টোবর উপ-নির্বাচনের ভোট গ্রহণের সিদ্বান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
সুনামঞ্জের জেলা নির্বাচন কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার বিকেলে বলেন, জামালগঞ্জ উপজেলা নির্বাচনের জন্য গণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যারা নির্বাচন করতে চান তারা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ও স্বাস্থ্যবিধি মেনে নির্বাচনী কাযক্রম পরিচালনা করা হবে।
আসন্ন উপ নির্বাচনে চেয়ারম্যান পদে আ.লীগ থেকে রেজাউল করিম শামীম, মুকিত চৌধুরী, প্রয়াত চেয়ারম্যান ইউসুফ আল আজাদের পুত্র ইকবাল আল আজাদ, আকবর হোসেন, বিএনপির নুরুল হক আফিন্দির নাম শোনা যাচ্ছে।