জামালগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ঝুনু মিয়া আর নেই
স্টাফ রিপোর্টার :
জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সামছুল আলম তালুকদার ঝুনু মিয়া মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার বিকেলে তিনি মারা যান তিনি।
জানা যায়, সোমবার বিকালে উপজেলার ছাতিধরা জলমহালে সামছুল আলম তালুকদার ঝুনু মিয়া হৃদরোগে আক্রান্ত হন । পরে তাকে অসুস্থ অবস্থায় জামালগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে যান স্বজনরা। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তাঁর মরদেহ গ্রামের বাড়ি জামালগঞ্জ উপজেলার লক্ষীপুর গ্রামে নিয়ে যাওয়া হয়েছে। জানাজার নামাজ ও দাফনের সময় পরে জানানো হবে বলে জানান তার স্বজনরা।