সন্ধ্যা ৬:৪৫,   মঙ্গলবার,   ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,   ৮ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

জামালগঞ্জ সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

জামালগঞ্জ প্রতিনিধি :
জামালগঞ্জ সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ে দুই দিন ব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংষ্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান এর সভাপতিত্বে সহকারী শিক্ষক সাইফুল ইসলাম ও ইয়াসমীন চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুল কবীর, সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম বিন বারী, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী ।
এ সময় সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সহকারী প্রধান শিক্ষক আবু হেনা মোস্তফা জামান, খেলা পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক মোস্তফা কামাল খান।
প্রতিযোগিতায় সহযোগিতায় ছিলেন জোতিষ রঞ্জন তালুকদার, শীতোষ কুমার তালুকদার, তৈয়বুন্নেছা আফিন্দি, মুজাহিদ হোসেন, অর্চণা রাণী তালুকদার, মাওলানা আব্দুস সালাম, এবিএম মাছুম, আনোয়ার হোসেন, মোঃ কবীর উদ্দিন , আবু সোহাগ, জামাল মিয়া, ইমরুল হাসানসহ সম্মানিত অবিভাবকবৃন্দ।