জুবিলীর মাঠ সংস্কারের দাবিতে স্মারকলিপি প্রদান
স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠ সংস্কারের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে জুবিলীর প্রাক্তন শিক্ষার্থীরা।
বুধবার (২ সেপ্টম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জুবিলীয়ানদের পক্ষ থেকে অ্যাভোকেট মো. গোলাম আরিফ, অ্যাভোকেট তোফায়েল আহমেদ, আশরাফ মেহেদী, সালমান আহমেদ ফাহিম, জয়েদ আহমেদ এ স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে দেশের কঠিন পরিস্থিতির সময় খেলার এই মাঠটি ব্যবহার করা হয়েছে। এখন পূর্বের স্থানে বাজার চলে যাওয়ায় মাঠটি খেলাধূলার অনুপযোগী হয়ে পড়েছে। তাই পৌরসভার মাধ্যমে যাতে দ্রুত এই মাঠটি সংস্কার করে আবারও খেলাধুলার উপযোগী করে দেয়া হয় সে লক্ষ্যে যেন ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান প্রাক্তন এ শিক্ষার্থীরা।
এসময় জুবিলীয়ানদের কাছ থেকে আবেদনপত্র গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফুল ইসলাম।