জেলা কমিউনিস্ট পার্টি ‘ধিক্কার দিবস’ পালন
নিউজ ডেস্ক :
স্বাস্থ্যখাতে লুটপাট-দুর্নীতি, করোনাকালে মানুষের জীবন নিয়ে ব্যবসার ঘৃণ্য তৎপরতার বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘ধিক্কার দিবস’ পালন করে সুনামগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টি।
রোববার দুপুরে শহরের আলফাত উদ্দিন স্কয়ারে এ কর্মসূচি পালিত হয়।
জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি দূর্যোধন দূর্জয়ের পরিচালনায় ও জেলা সিপিবি সভাপতি চিত্তরজ্ঞনের তালুকদারের সভাপতিত্বে কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, সিলেট সিপিবির সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, জেলা সিপিবির সাধারণ সম্পাদক এডভোকেট এনাম আহমদ, সিলেট যুব ইউনিয়ন সাধারণ সম্পাদক নিরঞ্জন দাস খোকন, জেলা যুব ইউনিয়ন সভাপতি আবু তাহের মিয়া, ক্ষেত মজুর সমিতির আহবায়ক শাহ জালাল সুমন, ছাত্র নেতা নিমাই সরকার, যুব নেতা শাহ কামাল, লিলু মমিয়া, পুলক রাজ, পাণ্ডব সরকার, লাইজু বেগম, প্রমুখ।