রাত ৯:৩৫,   বুধবার,   ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,   ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ২৬শে রমজান, ১৪৪৬ হিজরি

জেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলমকে অব্যাহতি, দ্বায়িত্ব পেলেন মমিত

বিশেষ প্রতিনিধি :
অব্যাহতি দেয়া হয়েছে সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলমকে। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে বুধবার সকালে অব্যাহতি দেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল।
জাহাঙ্গীর আলমকে অব্যাহতির পাশাপাশি জেলা ছাত্রদলের আহবায়কের দ্বায়িত্ব দেয়া হয়েছে জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক মমিত ইসলামকে।
ছাত্রদলের কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেল সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ সিদ্বান্ত মোতাবেক দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলমকে অব্যাহতি দেয়া হয়েছে। সংগঠওে কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মমিত ইসলামকে আহবায়কের দ্বায়িত্ব দেয়া হল। কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক এই সিদ্বান্ত অনুমোদন করেছেন।
এই সিদ্বান্ত ২১ জুলাই থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সিদ্বান্ত বলবৎ থাকবে।