জেলা প্রশাসককের সঙ্গে সুনামগঞ্জ প্রেস ক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
স্টাফ রিপোর্টার :
জেলা প্রশাসক মো.আব্দুল আহাদের সঙ্গে মতবিনিময় করেছেন সুনামগঞ্জ প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো. আব্দুল বলেন, সুনামগঞ্জের সাংবাদিকরা আমার সহকর্মী, সাংবাদিকদের সহযোগিতায় আমি অনেক সরকারি কাজ বাস্তবায়ন করেছি। সাংবাদিকদের লেখনীর মাধ্যমে আমরা ভুল-ত্রুটির বিষয় জানতে পারি। প্রেসক্লাবের সাংবাদিকরা আমার সব সময় সব রকম সহযোগিতা পাবেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জের সিনিয়র সাংবাদিক প্রেসক্লাবের সদস্য লতিফুর রহমান রাজু, এমরানুল হক চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান তারেক।
এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মাসুক মিয়া, সহ সভাপতি লুৎফুর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক জাকির হোসেন, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক দেওয়ান তাছাদ্দুক রাজা ইমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনিসুজ্জামান চৌধুরী ইমন, তথ্য ও প্রযুক্তি বিষয় সম্পাদক মোসাইদ রাহাত, কার্যকরী সদস্য রেজাউল করিম, রাজন মাহবুব, আফজাল হোসেন, দিলাল আহমদ, জাহাঙ্গীর আলম, আল হাবিব, শাহ জুনায়েদ আহমেদ সৃজন, মনোয়ার চৌধুরী।
পরে জেলা প্রশাসক মো.আব্দুল আহাদের কাছে প্রেসক্লাবের সভাপতি শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান তারেক প্রেসক্লাব সদস্যদের তালিকা তুলে দেন।