জেলা প্রশাসকের বন্যা আশ্রয় কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক :
অতিবৃষ্টি ও পাহাড়ী ঢলে সৃষ্ট বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ, আশ্রয় কেন্দ্র পরিদর্শন ও আশ্রয় কেন্দ্রে শুকনো খাবার বিতরণ করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
রোববার সদর উপজেলার আলহেরা জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা, ব্রাহ্মণগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কুরবাননগর ইউনিয়ন পরিষদ এলাকায় তিনি বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ, আশ্রয় কেন্দ্র পরিদর্শন ও আশ্রয় কেন্দ্রে শুকনো খাবার বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বিপিএম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ সবিবুর রহমান, সুনামগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা, সুনামগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নুরুল ইসলাম বজলু, কোরবান নগর ইউপির চেয়ারম্যান আবুল বরকত।