রাত ১১:০২,   শনিবার,   ৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ,   ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জেলা প‌রিষদ সদস্য শামসুজ্জামান শাহ আর নেই

স্টাফ রি‌পোর্টার :
সুনামগ‌ঞ্জের বিশ্বম্ভরপুর উপ‌জেলা আওয়ামী লী‌গের সা‌বেক সভাপ‌তি, জেলা আওয়ামী লী‌গের সদস্য, ফ‌তেপুর ইউ‌নিয়‌নের সা‌বেক চেয়ারম্যান ও জেলা প‌রিষদ সদস্য শামসুজ্জামান শাহ (আ‌ফিজ মাস্টার) ই‌ন্তেকাল ক‌রে‌ছেন। ‌সোমবার সকাল সা‌ড়ে ১০টায় তি‌নি ই‌ন্তেকাল ক‌রেন।
‌তি‌নি ডায়া‌বে‌টিকস, শ্বাসকষ্টসহ নানা রো‌গে ভুগছি‌লেন।
মৃত্যুকা‌লে তি‌নি তিন ছে‌লে, স্ত্রী, আত্নীয়স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রে‌খে গে‌ছেন। মৃত্যুকা‌লে তাঁর বয়স ৭০বছর।
পা‌রিবা‌রিক সূ‌ত্রে জানা যায়, সোমবার শারী‌রিক অসুস্থতা দেখা দি‌লে উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে নেয়া হয় তা‌ঁকে। অবস্থার অবনতি হ‌লে প‌রিবা‌রের সদস্যরা শামসুজ্জামান শাহ‌কে নি‌য়ে উন্নত চিকিৎসার জন্য সি‌লেট রওনা হন। উপ‌জেলা উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে থে‌কে বের হওয়ার পরই গা‌ড়ির ম‌ধ্যে ‌তি‌নি মৃত্যু বরণ ক‌রেন।
আজ সোমবার বাদ আসর তাঁর নামা‌জের জানাজা শে‌ষে দাফন করা হ‌বে ব‌লে জানান, উপ‌জেলা আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক নুরুল আল ছিদ্দী‌কি।
গ্রা‌মের বা‌ড়ি ফ‌তেপুর ইউ‌নিয়‌নের সাঁতগাও হ‌লেও তি‌নি প‌রিবার নি‌য়ে উপ‌জেলা সদ‌রে বসবাস কর‌তেন।
তাঁর মৃত্য‌ু‌তে উপ‌জেলা আওয়ামী লীগ প‌রিবা‌রে শো‌কের ছায়া নে‌মে এসে‌ছে। শামসুজ্জামান শাহ মৃত্যু‌তে শোক জা‌নি‌য়ে‌ছেন, সদর আস‌নের সাংসদ অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা প‌রিষদ চেয়ারম্যান ন‌ুরুল হুদা মুকুট, জেলা আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক ব্যা‌রিস্টার এম এনামুল কবির ইমনসহ দলীয় নেতৃবৃন্দ।