রাত ১১:৩৭,   সোমবার,   ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ৪ঠা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

জেলা শ্রমিক লীগের সভাপতি সেলিম করোনা আক্রান্ত


স্টাফ রিপোর্টার :
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সুনামগঞ্জ জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি সেলিম আহমেদ।বৃহস্পতিবার (১৩ আগস্ট) তার করোনা শনাক্ত হয়। তিনি বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে আছেন।
সেলিম আহমেদ কেন্দ্রীয় ছাত্রলীগের কার্যকরী কমিটির সাবেক সদস।
সেলিম আহমেদ গত কয়েক মাস ধরে করোনাকালে শ্রমিক লীগের পক্ষ থেকে জেলা ব্যাপি ত্রাণ, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণে তৎপড় ছিলেন। সর্বশেষ বন্যা চলাকালীন সময়ে তিনি ত্রাণ তৎপড়তা চালিয়ে আলোচনায় আসেন।
সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক একটি পোস্টে সেলিম আহমদের করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।