সন্ধ্যা ৬:৪১,   বুধবার,   ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,   ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

জেলে বন্দি হাজতীর মৃত্যু


স্টাফ রিপোর্টার:
জেলে থাকা ডাকাতি মামলার হাজতী মো.খলিল নামের একজন মারা গেছে। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিকেলে জেলের ভিতরে তার শ্বাস কষ্ট দেখা দিলে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান জেল পুলিশের সদস্যরা।
পরে হাসপাতালে জরুরী বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সে একটি ডাকাতি মামলার বিচারাধীন মামলার আসামী ছিল। মারা যাওয়া আসামী সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার বাসিন্দা।
জেলার মো.হাবীবুর রহমান জানান, জেলের ভিতরে বিকেলে ঐ আসামীর শ্বাস কষ্ট অনুভব করলে অন্যরা জেল পুলিশকে বিষয়টি অবহিত করে পরে দ্রুত তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সুনামগঞ্জ সদর হাসপাতালে আবাসিক চিকিৎসক ডা.রফিকুল ইসলাম জানান, জেলে থেকে নিয়ে আসা এক আসামীর মৃত্যু হয়েছে। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে তা ময়না তদন্তের রিপোর্ট না পেলে বলা যাবে না। আগামীকাল মরদেহের ময়না তদন্ত করা হবে।