তামিমের হতাশাময় বিদায়, শান্তর নির্ভরতা

নিউজসুনামগঞ্জ ডেস্ক:
দুর্দান্ত খেলে সেঞ্চুরির সুবাস, এরপর বাজে শটে মিলিয়ে যাওয়া। তামিম ইকবালের ইনিংস হয়ে থাকল যেন হর্ষ-বিষাদের আদর্শ প্রতিচ্ছবি। তবে আশার ছবি দেখাচ্ছে নাজমুল হোসেন শান্তর ব্যাট।
শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লেকেলে টেস্টে বাংলাদেশ অবশ্য পেয়ে গেছে বড় স্কোর গড়ার শক্ত ভিত। প্রথম দিন চা-বিরতিতে রান ২ উইকেটে ২০০।
স্ট্রোকের ফোয়ারা ছুটিয়ে তামিম আউট ১০১ বলে ৯০ রান করে। শান্ত অপরাজিত ১৭২ বলে ৭৮ রানে।
ঘাসের ছোঁয়া থাকা উইকেটে সকালে টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। প্রথম ওভারেই সুরাঙ্গা লাকমলকে দুটি বাউন্ডারিতে তামিম জানিয়ে দেন উইকেট দেখে ঘাবড়ে না যাওয়ার বার্তা।
তামিমের সঙ্গে ইনিংস শুরু করার সুযোগ পাওয়া সাইফ হাসান অবশ্য ব্যর্থ পুরোপুরি। ম্যাচের দ্বিতীয় ওভারেই বিশ্ব ফার্নান্দোর ভেতরে ঢোকা বলে তিনি এলবিডব্লিউ শূন্য রানে। টেস্ট ক্যারিয়ারে আগের দুই টেস্টে সাইফের স্কোর ছিল ০, ১৬ ও ৮।
সূত্র:বিডিনিউজ২৪.কম