তাহিরপুরের অধ্যক্ষ মাওলানা আব্দুছ ছোবাহান আর নেই
তাহিরপুর প্রতিনিধি :
সুনামগঞ্জের তাহিরপুর হিফজুল উলুম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুছ ছোবাহান (৫৮) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৭টায় চাঁদপুর জেলার কচুয়া উপজেলার দুঘর গ্রামের নিজবাড়িতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ছেলে ৫ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী, আত্মীয় স্বজন রেখে যান।
তাহিরপুর হিফজুল উলুম আলিম মাদ্রাসাটি সরকার কর্তৃক ১৯৮৩ সালে এমপিওভূক্তি হওয়ার পর থেকেই তিনি মাদ্রাসার অধ্যক্ষ পদে কর্মরত ছিলেন।
তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোক বিবৃতি দিয়েছেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসের রতন, তাহিরপুর হিফজুল উলুম আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি আব্দুছ ছোবাহান আখঞ্জি, শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খসরুল আলম, তাহিরপুর সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন আখঞ্জি শামীম, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলী মর্তূজা, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রমাকান্ত দেবনাথ, লন্ডন প্রবাসী মাও. সৈয়দ শামছুজ্জামান, আনোয়ারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল চন্দ্র দে, জয়নাল আবেদীন ডিগ্রি কলেজ অধ্যক্ষ ফনি ভূষন তালুকদার, উপজেলা যুবলীগ আহ্বায়ক হাফিজ উদ্দিন সাবেক যুগ্ম আহ্বায়ক অনুপম রায়, কলাগাঁও দাখিল মাদ্রাসার সুপার আব্দুল মান্নান, তাহিরপুর হিফজুল উলুম আলিম মাদ্রাসার মাদ্রাসার শিক্ষক/শিক্ষিকা কর্মচারীবৃন্দ।