তাহিরপুরের পল্লীতে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

তাহিরপুর প্রতিনিধি :
সুনামগঞ্জের তাহিরপুরের পল্লীতে জমি সংক্রান্ত বিরোধের জের নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১ নারীসহ অন্তত ৫ জন আহত হয়েছেন।
গুরুতর আহতরা হলেন, মোছা. সেলিফা বেগম (৩৫), সেলিম মিয়া, আলিফনূর, কবির মিয়া(২৬), হারিছ উদ্দিন (৫০)। গুরুতর আহত অবস্থায় সেলিফা বেগমকে তাহিরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য উপজেলা স্বাস্থ্য কর্মপ্লেক্সে আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের গোলকপুর গ্রামের মৃত আলকাছ মিয়ার ছেলে জলিল মিয়ার সঙ্গে একই ইউনিয়নের বালিয়াঘাট সড়কপাড়া গ্রামের সেলিম মিয়ার মধ্যে জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিল।
রবিবার সকালে এর জের ধরে সেলিম মিয়ার প্রতিপক্ষ জলিল মিয়া ও তার সহযোগীরা তুচ্ছ বিষয় নিয়ে সেলিম মিয়ার বাড়ীতে এসে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে সেলিম মিয়ার স্ত্রী সহ অন্তত ৫ জন গুরুতর আহত হয়।
তাহিরপুর থানার ওসি মো.আতিকুর রহমান জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।