সকাল ৯:০৫,   বৃহস্পতিবার,   ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,   ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,   ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

তাহিরপুরে অসহায়দের খাদ্যসামগ্রী দিলেন বিএনপি নেতা

তাহিরপুর প্রতিনিধি :
বৈশ্বিক জনজীবনে মহামারী আকার ধারণ করা করোনাভাইরাস প্রাদুর্ভাব কালীন সময়ে কর্মহীন, দুস্থ, অসহায়দের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুলের নেতৃত্বে নিজস্ব অর্থায়নে সুনামগঞ্জের তাহিরপুরে খাদ্য সামগ্রী বিতরণ করলেন বিএনপি নেতা লায়েস মিয়া।
খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম সকাল থেকে শুরু হয়ে চলে দুপুর পর্যন্ত। শুক্রবার (৮ মে) শ্রীপুর (উ.) ইউনিয়নের ২নং ওয়ার্ডের ৭টি গ্রামের ১৭০ টি পরিবারের মধ্যে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বর্তমানে বৈশ্বিক মহামারির এ পর্যায়ে সঙ্কট কালীন সময়ে ত্রাণ বিতরণ কালে শ্রীপুর (উ.) ইউনিয়ন বিএনপির সিনিয়র সভাপতি ও ওয়ার্ড বিএনপির সভাপতি লায়েস মিয়া বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও আমার মানবিক দিক থেকে হতদরিদ্র, দিনমজুর অসহায়ের মানুষের পাশে দাঁড়িয়েছি। এ সংকট কালীন মুহূর্তে দলমত নির্বিশেষে নিজ নিজ সামর্থ্যানুযায়ী অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মো. শামসুল হক, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডা. শামসুদ্দিন, সদস্য আলাল মিয়া ও দুলাল মিয়া, সিনিয়র সহ-সভাপতি দুলাল মিয়া, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সহ-সাধারণ সম্পাদক আব্দুল হেকিম, কোষাধ্যক্ষ শের আলী মিয়া , সদস্য মরম আলী, ফজলুর রহমান, ওয়ার্ড বিএনপির সভাপতি মারফত আলী।
ওয়ার্ড যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. আশরাফুল ইসলাম, তাহিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আজহারুল ইসলাম বাশার, উপজেলা যুবদল নেতা মো. চান মিয়া সওদাগর , জহিরুল ইসলাম সেলিম ও আব্দুস সুবহান। ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম বাচ্চু, সহ-সাধারণ সম্পাদক আব্দুল কাদের, জেলা তরুণ প্রজন্ম দলের সহ-সভাপতি সাদ্দাম হোসেন রানা, উপজেলা তরুণ প্রজন্ম দলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক রোমান মিয়া, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক সোহেল রানা।
এছাড়া উপস্থিত ছিলেন, তাহেরপুর উপজেলা ছাত্রদল নেতা জাহিদুল হক রাজু ও মাহবুব হাসান শোয়েব, ছাত্রদল কর্মী রফিকুল উদ্দিন ও বাবু রহমানসহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।