তাহিরপুরে নার্সসহ ৩জনের করোনা শনাক্ত
তাহিরপুর প্রতিনিধি :
তাহিরপুরে করোনাভাইরাসে আরও ৩জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ২জন পুরুষ ও ১জন মহিলা। ১জন উপজেলার বাদাঘাট(উ.) ইউনিয়নের এবং ২জন তাহিরপুর সদরের।
গত ১৭ তারিখ নমুনা সংগ্রহ করে ঢাকা ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টারে পাঠানো হলে বৃহস্পতিবার তাদের ফলাফল পজিটিভ আসে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, উপজেলায় বুধবার (২০ মে) পর্যন্ত ১২০ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়। এরপর গত ৫ মে ৬ জন, ১৩ মে ৩ জন এবং আজ ২১ মে আরও ৩জনের ফলাফল পজিটিভ আসে।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আবহাওয়া অনুকূলে না থাকায় নতুন করে আক্রান্তদের মোবাইল ফোনে যোগাযোগ করে সকলকে লকডাউনে রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।