তাহিরপুরে আ. লীগ নেতার অর্থায়নে খাদ্যসামগ্রী বিতরণ
তাহিরপুর প্রতিনিধি :
বৈশ্বিক জনজীবনে মহামারী আকার ধারণ করা করোনাভাইরাস প্রাদুর্ভাবকালীন সময়ে কর্মহীন, দুস্থ, অসহায়দের মধ্যে নিজস্ব অর্থায়নে খাদ্যসামগ্রী বিতরণ করলেন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান তালুকদার।
সোমবার বাদাঘাট ইউনিয়ন আ’লীগের উদ্যোগে ও মজিবুর রহমান তালুকদারের নিজস্ব অর্থায়নে ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ১০০ দিনমজুর শ্রমিকদের মধ্যে এ খাদ্যসামগ্রী বিতরন করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বাদাঘাট ইউনিয়ন আ.লীগের আহবায়ক মোঃ জুনাব আলী, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সেলিম হায়দারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ ব্যাপারে আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান বলেন, করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে কর্মহীন হয়ে পড়া মানুষরা। তাই আমি আমার সামান্য সহযোগিতা করেছি, আমি চাই সমাজের বিত্তবানরা এগিয়ে আসুক তাদের পাশে।