বিকাল ৫:৪২,   বুধবার,   ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,   ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

তাহিরপুরে ওয়ার্ল্ড ভিশনের স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী প্রদান

তাহিরপুর প্রতিনিধি :
তাহিরপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) সকালে ওয়ার্ল্ড ভিশন তাহিরপুর অফিসে এসব সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তাহিরপুর এপি’র কর্মকর্তাবৃন্দ।
উপজেলার বালিজুরী, বাদাঘাট, তাহিরপুর সদরসহ মোট ৩টি ইউনিয়নের ৫শ হতদরিদ্র পরিবারের মধ্যে এ সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে রয়েছে বালতি, ট্যাপ, সাবান, সেনোরা, গুড়া সাবান, মাস্ক ইত্যাদি।