রাত ৮:৪৫,   শনিবার,   ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ১১ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

তাহিরপুরে কৃষকের লাউ গাছ কেটে দিল দুর্বৃত্তরা

তাহিরপুর প্রতিনিধি :
সুনামগঞ্জের তাহিরপুরে রাতের আঁধারে আব্দুল হেকিম নামের এক হতদরিদ্র কৃষকের প্রায় ৮ শতক জমির লাউ ক্ষেত কেটে বিনষ্ট করে দিয়েছ দুর্বৃত্তরা।
ঘটনাটি ঘটেছে গতকাল(৩ নভেম্বর) মঙ্গলবার রাতের কোন এক সময়ে উপজেলার সীমান্ত সংলগ্ন উত্তর বড়দল ইউনিয়নের বিট পৈলনপুর গ্রামের। এতে কৃষকের প্রায় অর্ধলক্ষাধিক টাকার ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। দুর্বৃত্তদের এ রকম কান্ডে হতদরিদ্র কৃষক আব্দুল হেকিম মানুষিকভাবে বিপর্যস্ত হয়ে পরেছে।
সরেজমিনে জানা যায়, দরিদ্র কৃষক আব্দুল হেকিম (৭৩) দেশীয় পদ্ধতিতে বাড়ির পাশে ৮শতক জায়গায় প্রায় ১০০ লাউ গাছের চারা রোপণ করে কিন্তু কয়েক দফায় বন্যায় তা নষ্ট হয়ে যায়। পরবর্তীতে আবারও ১০০ লাউ গাছের চারা রোপন করেন। রোপণকৃত লাউ গাছ গুলোতে ফলন আসতে শুরু করেছিল। কিন্ত মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা ওই কৃষকের ১০০লাউ গাছের মধ্যে প্রায় ৫০টি লাউ গাছ গুড়া থেকে কেটে ফেলে।
হতদরিদ্র আব্দুল হেকিম জানান, আজ রাতে আমার ৮ শতক জমির কষ্টের ফসল ৫০টি লাউ গাছ কেটে ফেলে দুর্বৃত্তরা। গ্রামের কিছু মানুষের সাথে আমার মামলা সংক্রান্ত বিরোধ রয়েছে।
আমার প্রতিপক্ষের লোকজনই আমাকে কিছু করতে না পেরে রাতের আঁধারে আমার ক্ষেতের ৫০টি লাউ গাছের চারা কেটে বিনষ্ট করে দিয়েছে।
পুরানঘাট গ্রামের এনাম উদ্দিন তালুকদার বলেন, যে বা যারাই এই গরীব কৃষকের লাউ ক্ষেত কেটে দিয়েছে তা খুবই দুঃখজনক।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ তরফদার বলেন, এ বিষয়ে কেউ এখনো অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।