তাহিরপুরে জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা
তাহিরপুর প্রতিনিধি :
সুনামগঞ্জের তাহিরপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ।
সভায় ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উদযাপনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, শোক দিবসের আলোচনা, মসজিদ-মন্দিরে মিলাদ মাহফিল ও প্রার্থনা, ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে উপজেলার প্রতিটি মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল সহ বিভিন্ন কর্মসূচীর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এসময় প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্দু চৌধুরী বাবুল, উপজেলা আওয়া লীগ সভাপতি আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, জেলা আওয়ামী লীগ সদস্য শামীম আহমেদ আখঞ্জি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলী মর্তূজা, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ন বৈশাখ, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, উপজেলা কৃষকলীগ সভাপতি জিল্লুর রহমান প্রমুখ।