ভোর ৫:১৩,   বুধবার,   ১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ,   ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,   ২০শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

তাহিরপুরে তরুণদের অর্থায়নে মাস্ক, সাবান, লিফলেট বিতরণ

তাহিরপুর প্রতিনিধি :
করোনা ভাইরাস প্রাদুর্ভাব ও সংকটকালীন সময়ে অতি দরিদ্র, দিনমজুর, কর্মহীন বেকার ও অস্বচ্ছল ব্যক্তিদের মধ্যে মাস্ক, সাবান সচেতনামূলক লিফলেট ও বাজারের বিভিন্ন স্থানে জীবাণুনাশক স্প্রে ছিটানো হয়েছে।
তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল হোসেনের খানের উদ্যোগে এলাকার কয়েকজন তরুণদের নিজস্ব অর্থায়নে সোমবার উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বালিয়াঘাট নতুন বাজারে মাস্ক, সাবান সচেতনামূলক লিফলেট ও বাজারের বিভিন্ন স্থানে জীবাণুনাশক স্প্রে ছিটানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল হোসেন খান, শ্রীপুর উত্তর ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি শফিকুল ইসলাম, নূরুল আমিন, মো. কাজল খান, মো. বাবর আলী, মো. জাহাঙ্গীর আলম, রাকিব মিয়া, মামুন খান, শাহিন মিয়া, মানিক মিয়া প্রমুখ।
তরুণদের মধ্যে মো. কাজল খান জানান, এ দূর্যোগকালীন সময়ে যার যার অবস্থান থেকে সাধ্যানুযায়ী সবাইকে এগিয়ে আসা উচিত, আমরা বালিয়াঘাট নতুন বাজারে মাস্ক, সাবান ও লিফলেট বিতরণ করেছি, পর্যায়ক্রমে বাজারে ও গ্রামে খাদ্য সামগ্রী বিতরণ করব।