তাহিরপুরে নৌকাডুবিতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
তাহিরপুর প্রতিনিধি :
সুনামগঞ্জের তাহিরপুরের পাঠলাই নদীতে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার (১৯ জুলাই) সকালে কোনাজাল দিয়ে পাটলাই নদী থেকে তার লাশ উদ্ধার করে স্থানীয়রা। নিহত যুবকের নাম তৌফিক মিয়া (৩০)। তিনি উপজেলার খলিশাজুরী গ্রামের মুক্তিযোদ্ধা সিরাজ মিয়ার ছেলে।
প্রসঙ্গত, শনিবার রাত ৯টার দিকে উপজেলার বালিয়াঘাট নতুন বাজার থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে পাটলাই নদীর মাঝখানে ঝড়ের কবলে পড়ে ১৮ জন যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে যায়, এ সময় ১৭ জনকে উদ্ধার করা হলেও একজন নিখোঁজ থাকেন। পরে সারা রাত পুলিশ ও স্থানীয়রা উদ্ধার কাজ চালালে সকালের দিকে প্রায় ১২ঘন্টা পর মাছ ধরার কোনাজাল দিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান জানান, গতকাল নৌকার ডুবির ঘটনায় নিখোঁজ যুবকের মরদেহ আজ সকালে নদী থেকে উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ তার পিতার কাছে হস্তান্তর করা হয়েছে।