সন্ধ্যা ৭:১৭,   বুধবার,   ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,   ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

তাহিরপুরে বাড়ি বাড়ি গিয়ে ছাত্রদলের খাদ্য সামগ্রী বিতরণ

তাহিরপুর প্রতিনিধি :
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সংকটকালীন সময়ে সুনামগঞ্জের তাহিরপুরে অতিদরিদ্র, দিনমজুর, কর্মহীন ও অসচ্ছল ৫০টি পরিবারের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে চাল, ডাল, তেল, পেঁয়াজ, ও সাবান বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে তাহিরপুর উপজেলা ছাত্রদলের উদ্যোগে বাদাঘাট (উ.) ইউনিয়নের ৫০টি পরিবারের বাড়ি বাড়ি গিয়ে ও ৪কেজি চাউল, ১কেজি পেঁয়াজ, ১কেজি ডাল, সাবান, ৫০০গ্রাম সয়াবিন তেল বিতরণ করা হয়েছে।
বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ পরিচালনা করেন সুনামগঞ্জ জেলা যুবদলের কোষাধ্যক্ষ বিষয়ক সম্পাদক এস এম মাহাবুব মল্লিক, তাহিরপুর উপজেলা ছাত্রদল নেতা ওবায়দুল রহমান শাওন, বাদাঘাট সরকারি কলেজ ছাত্রদল নেতা আবুল কাসেম, রাসেল।