সন্ধ্যা ৭:৫৯,   শুক্রবার,   ৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৩শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ,   ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

তাহিরপুরে বিদ্যালয়ের তালা ভেঙে পতাকা ও চেয়ার চুরি!

তাহিরপুর প্রতিনিধি :
অফিস কক্ষের দরজার তালা ভেঙে বিদ্যালয়ের ১০টি চেয়ার ও জাতীয় পতাকা নিয়ে গেছে চোর। ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের হলহলিয়া পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
বধুবার রাতের কোন এক সময়ে চুরির ঘটনাটি ঘটে। এ ব্যাপারে বৃহস্পতিবার দুপুরে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহিরপুর থানায় সাধারণ ডাইরি (জিডি) করেছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাহিদ আহমদ জানান, বুধবার রাতের কোন এক সময় বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙ্গে ২টি কাঠের হাতল চেয়ার, ৮টি প্লাস্টিকের হাতল চেয়ার, একটি জাতীয় পতাকা, একটি তোয়ালে ও একটি গামছা চুরি হয়েছে। সকালে এলাকাবাসী তাকে ফোনে জানালে বিদ্যালয়ে গিয়ে তিনি এ অবস্থা দেখতে পান। এ ঘটনায় থানায় জিডি করেছেন প্রধান শিক্ষক।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষটি আমরা দেখতেছি।