তাহিরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
তাহিরপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুরে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, হাত ধোয়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, সহ-সভাপতি বাবরুল হাসান-বাবলু, জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী আল আমিন, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা মিয়া, উন্নয়ন কর্মী দেবেশ তালুকদার, সেলিনা আক্তার, হালিমা খাতুন, আনোয়ার হোসেন প্রমুখ।