দুপুর ১২:০৩,   মঙ্গলবার,   ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,   ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,   ২১শে রজব, ১৪৪৬ হিজরি

তাহিরপুরে ব্যবসায়ী মুজিবুর রহমানের উদ্যোগে খাবারসামগ্রী প্রদান

স্টাফ রিপোর্টার :
মহামারী করোনাভাইরাসের কারণে কষ্টে জীবনযাপন করা অসহায় দরিদ্র ৭৫ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী প্রদান করেছেন তাহিরপুর উপজেলার আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী মো. মুজিবুর রহমান।
আজ সোমবার সকালে উপজেলার ৭৫টি পরিবারের মধ্যে এ সকল খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি পৌছে দেন উপজেলা ছাত্রলীগ নেতা
বিপ্লব হাসান ইমন।
এ সময় ছাত্রলীগ নেতা বিপ্লব হাসান ইমন বলেন, করোনা ভাইরাস বর্তমানে সারা বিশ্বের এক আতঙ্কের নাম। এতে সারাবিশ্বের ন্যায় বাংলাদেশের অনেক মানুষ আক্রান্ত হয়েছে। আমাদের তাহিরপুর উপজেলাও ঝুঁকির মধ্যে আছে। তাই এলাকার গরীব ও অসহায় জনসাধারণের মাঝে করোনা ভাইরাসের জন্য কিছু খাবার সামগ্রী পৌছে দিয়েছি।
এ সময় উপস্থিত ছিলেন, বালিজুরী ইউনিয়ন পরিষদের সদস্য মো. সোহেল মিয়া, মো. বাবুল মিয়া, ডা: আসাদুল ইসলাম, মহিবুর রহমান, মো. রফিক মিয়া, আফসারুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, খাবার সামগ্রীর মধ্যে ৮কেজি চাল, ১কেজি আলু, ১টা সাবান, আধা কেজি পেঁয়াজ এ সকল পরিবারের মধ্যে বিতরণ করা হয়।