সকাল ৮:৩১,   মঙ্গলবার,   ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,   ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,   ২০শে রজব, ১৪৪৬ হিজরি

তাহিরপুরে ভ্রাতৃত্ব ফাউন্ডেশনের সহয়তা প্রদান

তাহিরপুর প্রতিনিধি :
প্রাণঘাতী করোনাভাইরাস প্রাদুর্ভাব ও সংকট কালীন সময়ে কর্মহীন বেকার, হতদরিদ্র ও অসহায় ২শতাধিক পরিবারে মধ্যে খাদ্য সহয়তা প্রদান করেছে তাহিরপুর উপজেলার বাণ্যিজিক কেন্দ্র বাদাঘাটে ভ্রাতৃত্ব ফাউন্ডেশন।
শনিবার দুপুরে সামাজিক দূরত্ব বজায় রেখে বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে প্রতি পরিবারের মধ্যে ৪কেজি চাল, ৫শ’ গ্রাম মসুর ডাল, ৫শ’ গ্রাম সয়াবিন তেল, ৫শ’ গ্রাম পেয়াজ, ৫শ’ গ্রাম লবন, ১কেজি টমেটো, ১কেজি বেগুন, ১কেজি আলু ও ১টি করে সাবান বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, ভ্রাতৃত্ব ফাউন্ডেশনের সভাপতি আজিজুর রহমান-আজিজ, সিনিয়র সহ সভাপতি দলিল লেখক আলা উদ্দিন সরকার, সহ সভাপতি আশোক মিয়া, তোফায়েল আহমদ রয়েল, আক্তার হোসেন, রয়েল আহমদ, নুর আলী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিকদার, ইসহাক মিয়া, সাংগঠনিক সম্পাদক হারুন তালুকদার, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক সুমন আহমেদ, কোষাধ্যক্ষ জামাল হোসেন, প্রচার সম্পাদক মাহফুজুর রহমান পরশ, দপ্তর সম্পাদক শেখ আলম, সদস্য মোজাম্মিল হক প্রমুখ।