তাহিরপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির খাদ্যসামগ্রী বিতরণ
তাহিরপুর প্রতিনিধি :
সুনামগঞ্জের তাহিরপুরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে খাদ্য সহায়তা পেল ২৫০টি পরিবার।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বাদাঘাট (উ.) ইউনিয়নের সোহালা, কোনাঠছড়া, নুরপুর, লামাপাড়া, দিঘীরপাড়, ইছবপুর, পাতারগাঁও ও বড়দল ইউনিয়নের পাঠাবুকা ও সোলেমানপুর গ্রামে এ খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল, চাউল ৭.৫ কেজি, ১লি. সয়াবিন তেল, চিনি, ডাল, লবন ও ৫০০ গ্রাম সুজি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় ও হতদরিদ্র পরিবারের সদস্যদের মধ্যে এসব ত্রাণ সামগ্রী তুলে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ শাখার আজীবন সদস্য, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও সাবেক চেয়ারম্যান রাখাব উদ্দিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুব রেড ক্রিসেন্ট সুনামগঞ্জ জেলা শাখার উপদেষ্টা মো. সেরুজ্জামান, যুব প্রধান মাসুম আহমেদ, সহ যুব প্রধান সোয়েব আবেদীন। সদস্য সুমন, আ. সালাম, সিজান আহমেদ প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন ভোরের কাগজ তাহিরপুর উপজেলা প্রতিনিধি সাজ্জাদ হোসেন শাহ্, ও সিলেট মিরর তাহিরপুর উপজেলা প্রতিনিধি আবির হাসান-মানিক।