সন্ধ্যা ৬:৫৪,   বৃহস্পতিবার,   ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ৩০শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

তাহিরপুরে শুরু হচ্ছে এমপিএল টি-টেন ক্রিকেট লীগ

তাহিরপুর প্রতিনিধি :
“খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল” স্লোগানে সুনামগঞ্জের তাহিরপুরে শুরু হতে যাচ্ছে মাসব্যাপী ‘রয়েল এমপিলএল টি টেন-২০২০’ ক্রিকেট লীগ।
আগামী শুক্রবার (২৭ নভেম্বর) থেকে উপজেলার ১৬টি ক্রিকেট টিম নিয়ে শুরু হতে যাওয়া এ ক্রিকেট লীগের উদ্বোধন করবেন বাদাঘাট সরকারি কলেজ এর অধ্যক্ষ মো. জুনাব আলী।
উপজেলার বাদাঘাট উত্তর ইউনিয়নের বাদাঘাট সরকারি কলেজ মাঠে উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করবে মোল্লাপাড়া ওল্ড স্টার বনাম লাউড়েরগড় ক্রিকেট একাদশ। টুর্নামেন্টে টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছেন তোফায়েল আহমেদ রয়েল।
উপদেষ্টা কমিটিতে রয়েছেন মজনু মিয়া, সাজ্জাদ হোসেন শাহ্, কামাল হোসেন রাফি, সারোয়ার হোসেন, আফজালুল হক শিপলু, আবির হাসান-মানিক, জাকির হোসেন আকাশ, জুবায়ের আহমেদ, সোহাগ মিয়া, খোকন মিয়া, মুনসুর আলম, কামাল পাশা, সবুজ আলম, আযহারুল ইসলাম সোহাগ।
টুর্নামেন্টের সার্বিক পরিচালনার দায়িত্ব রয়েছেন নুরে আলম সিদ্দিকী, রিপন শুক্ল বৈদ্য, আল-মুনসুর, রকিব হাসান, সুহেল, তোফাজ্জল প্রমুখ।