সন্ধ্যা ৬:৩৩,   সোমবার,   ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,   ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ২৪শে রমজান, ১৪৪৬ হিজরি

তাহিরপুরে ২০৩ পিস ইয়াবাসহ যুবক আটক

স্টাফ রিপোর্টার :
তাহিরপুরে ২০৩ পিস ইয়াবাসহ আকরাম হোসেন (২৯) নামের এক যুবককে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।
রোববার (২ ফেব্রুয়ারি) বিকালে লে. কমান্ডার ফয়সল আহমদের নেতৃত্বে র‍্যাব-৯ সুনামগঞ্জ ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে উপজেলার মাহারাম গ্রাম থেকে তাকে আটক করে।
আটক যুবক উপজেলার রাজাই গ্রামের আব্দুল বারেকের ছেলে।
উদ্ধারকৃত আলামতসহ তাকে তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মনিরুজ্জামান।