তাহিরপুরে ২১টি প্রতিষ্ঠানকে ৪৭ হাজার টাকা জরিমানা
তাহিরপুর প্রতিনিধি :
সুনামগঞ্জের তাহিরপুরের বাদাঘাট বাজার ও তাহিরপুর বাজারে ২১টি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জির নেতৃত্বে এ ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়।
জানা যায়, অতিরিক্ত মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করায় ও দোকানগুলোতে মূল্য তালিকা না থাকায় মোট ২১টি ব্যবসাপ্রতিষ্ঠানের কাছ থেকে ৪৭ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় এই জরিমানা আদায় করা হয়।
অভিযান পরিচালনাকালে নিয়মিত বাজার মনিটরিংয়ের পাশাপাশি বাজারগুলোর বিভিন্ন পয়েন্টে প্রশাসনের পক্ষ থেকে করোনাভাইরাস মোকাবেলায় জনসাধারণের করণীয় দিকগুলো জনসম্মুখে তুলে ধরা হয়।