দুপুর ১:৫৬,   বৃহস্পতিবার,   ২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,   ১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ২৭শে রমজান, ১৪৪৬ হিজরি

তাহিরপুরে ৩ গার্মেন্টস কর্মীর পরিবার কোয়ারান্টাইনে

তাহিরপুর প্রতিনিধি :
সুনামগঞ্জের তাহিরপুরে নারায়ণগঞ্জের একটি গার্মেন্টস ফেরত ৩ কর্মীর পরিবারকে লকডাউনসহ হোম কোয়ারান্টাইনে রাখার নির্দেশনা প্রদান করেছে তাহিরপুর উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার তিনটি পরিবার নারায়নগঞ্জের একটি গার্মেন্টসে পোষাক কর্মী হিসাবে কাজ করতো। গত দুইদিন আগে তারা বাড়িতে আসে। বিষয়টি তাহিরপুর উপজেলা প্রশাসন জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসারের আদেশক্রমে আগামী ১৪ দিন তাদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেয়া হয় এবং তাদের বসতবাড়ির সামনে লাল নিশান টাঙ্গানো হয়।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জী বলেন, নারায়নগঞ্জ থেকে ফেরত পোষাক কর্মীদের ১৪দিন হোমকোয়ারেন্টাইনে রাখতে এবং বসতবাড়ির সামনে লাল নিশান দিতে বালিজুড়ি ইউনিয়নের ইউপি সদস্যদের নির্দেশনা প্রদান করা হয়েছে।