তাহিরপুরে ৪ লাখ রুপিসহ হুন্ডি ব্যবসায়ী আটক
তাহিরপুর প্রতিনিধি :
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে প্রায় ৪ লাখ ভারতীয় রুপি সহ এক হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে তাহিরপুর থানা পুলিশ।
আটককৃত হুন্ডি ব্যবসায়ী উপজেলার বড়দল (উ.) ইউনিয়নের সীমান্তবর্তী রজনী লাইন গ্রামের নুরুল ইসলামের ছেলে আব্দুল হাই (৩০)। তার ব্যবহৃত প্লাটিনা মোটরসাইকেলটিও জব্দ করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ মার্চ) দুপুরে তাহিরপুরের সীমান্তবর্তী নীলাদ্রী লেকের পাশে একটি প্লাটিনা মোটরসাইকেল নিয়ে সন্দেহ জনক ভাবে ঘোরাফেরা করছিল আব্দুল হাই। এসময় ট্যাকেরঘাট পুলিশ ফাড়িঁর ইনচার্জ এএসআই আবু মোসা তার গতিবিধি দেখে সন্দেহ করে এবং তাকে আটক করে।
এক পর্যায়ে তার দেহ তল্লাশি চালিয়ে ভারতীয় ৪ লাখ রুপি সহ একটি প্লাটিনা মোটরসাইকেল জব্দ করে টহলরত পুলিশ।
তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, তাহিরপুর সীমান্তবর্তী এলাকায় এক হুন্ডি ব্যবসায়ীর কাছ থেকে ৪ লাখ ভারতীয় রুপি সহ একটি প্লাটিনা মোটরসাইকেল আটক করেছে পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।