সন্ধ্যা ৭:৪৩,   বুধবার,   ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,   ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,   ২২শে রজব, ১৪৪৬ হিজরি

তাহিরপুর সীমান্তে ভারতীয় কয়লা আটক

তাহিরপুর প্রতিনিধি :
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউড়েরগড় সীমান্ত ফাঁড়ীর বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা ১৬হাজার’ ২শ’ ৫০কেজি কয়লা আটক করেছে।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন(২৮ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল মাকসুদুল আলম কয়লা আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন(২৮ বিজিবি) সূত্রে জানা যায়, বুধবার ভোর রাতে লাউড়েরগড় সীমান্ত ফাঁড়ীর কোম্পানী কমান্ডার নায়েক সুবেদার মো. তোফাজ্জল হোসেনের নেতৃত্বে ও বিএসবি ও ভিআইপি সদস্য ল্যান্স নায়েক আক্তার হোসেন, নায়েক তসলিম উদ্দিন প্রদানের সহযোগীতায় লাউড়েরগড় সীমান্তের যাদুকাটা নদীর ১৫০গজ বাংলাদেশ অভ্যন্তরে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসার সময় উক্ত কয়লা আটক করা হয়।
এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা কয়লা ফেলে রেখে পালিয়ে যায়।